২০১৫ সালে দিয়া মির্জা দূরদর্শনের ‘কোশিশ সে কামিয়াবী তাক’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন। শো’তে সঞ্চালক কিরণ জুনেজার কাছে দিয়া প্রকাশ করেছিলেন যে তিনি একবার স্কুলে তার ক্রাশের কাছে ধোঁকা খেয়েছিলেন। অভিনেত্রী বলেছিলেন, “আমার স্কুলে আমার একজন সিনিয়র ছিলেন, যিনি আমার থেকে দুই বছরের বড় ছিলেন। তার ওপর আমার খুব ক্রাশ ছিল, কিন্তু আমি তাকে বা অন্য কাউকে বলিনি।
Advertisement
Advertisement
Advertisement



