• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যুদ্ধে হাত-পা হারালেও দেশের জন্য লড়বেন জওয়ানরা

দিল্লি, ২৮ এপ্রিল– দেশের জন্য জীবন উৎসর্গ করতে কখনোই পিছপা হন না ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। কিন্তু অনেক সময়ই যুদ্ধে আহত হয়ে দেশের জন্য লড়াই করার শক্তি হারান এই সেনারা। কিন্তু এবার যুদ্ধে আহত হলেও দেশের জন্য লড়াই করতে পারবেন তারা। সরাসরি যুদ্ধের ময়দানে নয়, খেলার ময়দানে। তাঁদের জন্যই বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী ।

দিল্লি, ২৮ এপ্রিল– দেশের জন্য জীবন উৎসর্গ করতে কখনোই পিছপা হন না ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। কিন্তু অনেক সময়ই যুদ্ধে আহত হয়ে দেশের জন্য লড়াই করার শক্তি হারান এই সেনারা। কিন্তু এবার যুদ্ধে আহত হলেও দেশের জন্য লড়াই করতে পারবেন তারা। সরাসরি যুদ্ধের ময়দানে নয়, খেলার ময়দানে। তাঁদের জন্যই বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী ।

যে সৈন্যরা যুদ্ধে গিয়ে আহত হয়েছেন তাঁদের এবার প্যারা অলিম্পিকে যোগদান করার সুযোগ করে দেবে ভারতীয় সেনাবাহিনী। সাঁতার, নৌকাবাইচ, তীরন্দাজ, শুটিং এই ধরনের খেলাগুলিতে যাতে যোগদান করতে পারেন দেশের সেনারা তারই প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে।

Advertisement

ভারতীয় সেনাবাহিনীর আশা তাঁদের সম্পদ এই অফিসাররা প্রশিক্ষণ পেলে প্যারাঅলিম্পিকে দেশকে পদক এনে দিতে পারবেন। প্রাক্তন সমরকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে মিশন অলিম্পিক উইং এর অধীনে। এই সংস্থার অধীনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যা প্রাক্তন সেনাদের শুটিং, নৌকাবাইচ, তীরন্দাজ ইত্যাদিতে প্রশিক্ষণ দেবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্দিষ্ট সংখ্যক প্রাক্তন সেনাকে বেছে নেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য।

Advertisement

Advertisement