স্নাইপারের টার্গেট রাহুল! পাত্তা দিল না স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে কংগ্রেস সভাপতির প্রাণনাশের আশঙ্কার কথা জানানাে হয়েছিল। কিন্তু কংগ্রেসের অভিযােগকে লঘু করে দেখলাে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্পেশাল প্রোটেকশন গার্ড (এসপিজি) সুরক্ষা বলয়ে থাকা রাহুল গান্ধিকে লক্ষ্য করে বুধবার আমেথিতে লেসার রশ্মি সাত বার তাক করা হয় বলে অভিযােগ তােলে কংগ্রেস।

Written by SNS April 12, 2019 8:57 am

রাহুল গান্ধি (Photo: Twitter/@INCIndia)

দিল্লি — আমেথিতে খুন হয়ে যেতে পারেন রাহুল গান্ধি। এরকমই আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে কংগ্রেস সভাপতির প্রাণনাশের আশঙ্কার কথা জানানাে হয়েছিল। কিন্তু কংগ্রেসের অভিযােগকে লঘু করে দেখলাে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্পেশাল প্রোটেকশন গার্ড (এসপিজি) সুরক্ষা বলয়ে থাকা রাহুল গান্ধিকে লক্ষ্য করে বুধবার আমেথিতে লেসার রশ্মি সাত বার তাক করা হয় বলে অভিযােগ তােলে কংগ্রেস। এই লেসার রশ্মি সম্ভবত কোনও স্নাইপার গান থেকে নিশানা করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রককে লেখা চিঠিতে জানিয়েছিল কংগ্রেস। রাহুল গান্ধি এসপিজি ক্যাটাগরির নিরাপত্তা পান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে লেখা কংগ্রেসের চিঠির ভিত্তিতে মন্ত্রক জানিয়েছে, ‘এসপিজির ডিরেক্টরের সঙ্গে বিষয়টি নিয়ে আলােচনা হয়েছে। লেজার রশ্মি যাকে বলা হচ্ছে সেটি কোনও সেলফোনের আলাে বলে জানানাে হয়েছে’। তবে কংগ্রেসের থেকে কোনও চিঠি পায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রক আরও জানিয়েছে ‘ভিডিও ক্লিপিং দেখে মনে হয় না নিরাপত্তা বাড়ানাের কোনও প্রয়ােজন রয়েছে। ভিডিও ক্লিপিংস-এ যে সবুজ আলাের কথা বলেছে কংগ্রেস সেটি কোনও মােবাইল ফোনের। এআইসিসির কোনও চিত্রসাংবাদিকের মােবাইলের আলো হতে পারে। রাহুল গান্ধির সাংবাদিক সম্মেলনের ছবি তােলার সময় আলােকচিত্রির মােবাইলের আলাে তাঁর ওপর গিয়ে পড়েছিল। এসপিজি ডিরেক্টর জানিয়েছেন, ‘যে জায়গা থেকে আলােটি রাহুল গান্ধির ওপর পড়ছিল সেখানে ওনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মােতায়েন ছিল’। বুধবার আমেথি তে মনােনয়নপত্র জমা দেন রাহুল গান্ধি। মনােনয়নপত্র জমা দেওয়ার আগে রােড শাে করেন তিনি। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লেখা চিঠিতে গােটা বিষয়টার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে কংগ্রেস। রাহুলের জীবনের ঝুঁকি থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। সবুজ রঙের একটি লেসার সরাসরি রাহুলের কপাল লক্ষ্য করে সাতবার ফেলা হয় বলে জানিয়েছে কংগ্রেস। চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে। ঠাকুমা ও বাবাকে খুন করা হয়েছিল বলে রাহুলের নিরাপত্তা আরও সুরক্ষিত করার দাবি জানিয়েছে কংগ্রেস।