• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জন্ডিসে মাত্র ৪০ বছরে প্রয়াত রাজু পাঞ্জাবির 

চন্ডিগড়, ২২ আগস্ট– মাত্র ৪০ বছরে ইহলোক ত্যাগ করলেন হরিয়ানার জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি। মঙ্গলবার হিসরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজু।  হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই জন্ডিসে ভুগছিলেন গায়ক। চলছিল চিকিৎসাও। সোমবার মধ্যরাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই গায়ক। ১২ আগস্টই মুক্তি পায়

চন্ডিগড়, ২২ আগস্ট– মাত্র ৪০ বছরে ইহলোক ত্যাগ করলেন হরিয়ানার জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি। মঙ্গলবার হিসরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজু।  হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই জন্ডিসে ভুগছিলেন গায়ক। চলছিল চিকিৎসাও। সোমবার মধ্যরাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই গায়ক।

১২ আগস্টই মুক্তি পায় গায়কের শেষ গান ‘আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা থা।’ ইতিমধ্য়েই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গায়কের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল।

Advertisement

Advertisement

Advertisement