• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

ভোপাল কেন্দ্রে বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান, ধাক্কা খেলেন রমান সিং

ভোপাল লোকসভা আসনে কংগ্রেস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং’কে প্রার্থী ঘোষণার পর বিজেপি শিবিরেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে।

শিবরাজ সিং চৌহান (File Photo: IANS)

ভোপাল, ২৪ মার্চ –  ভোপাল লোকসভা আসনে কংগ্রেস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং’কে প্রার্থী ঘোষণার পর বিজেপি শিবিরেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে। দলের তরফে স্পষ্ট করে জানানো না হলেও শোনা যাচ্ছে, তারাও কোন হেভিওয়েট নেতাকে ভোপাল থেকে প্রার্থী করতে পারে। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে শিবরাজ সিং চৌহানও রয়েছেন। তাতঁকেও ভোপাল থেকে দলের প্রার্থী ঘোষণা করা হতে পারে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান পরপর তিনবার মুখ্য মন্ত্রী হয়েছিলন। তিনি রাজ্যের শাসক দল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী কমল নাথের কঠোর সমালোচকও বটে। তিনি বিদিশা লোকসভা কেন্দ্র থেকে সংসদে ১৫ বছর ধরে প্রতিনিধিত্ব করেছেন। তারপর মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বুধনি আসনে প্রতিনিধিত্ব করেছেন। তিন দশকের বেশি সময় ধরে ভোপাল লোকসভা আসন বিজেপির হাতে রয়েছে। ভোপাল আসন থেক.১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা। তারপর থেকে ভোপাল বিজেপি’র দখলে রয়েছে। কংগ্রেসের তরফে যদিও মধ্যপ্রদেশের জন্য কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি ঠিকই তবে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তরফে ভোপাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং’কে প্রার্থী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও সিং নিজে তাঁর নিজের জন্মস্থান রাজগড় থেকে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী কমল নাথ প্রবীণ নেতাকে যেকোনোও একটি আসন বেছে নিতে বলেন, যেখানে দল তিন দশক ধরে জয়ের লক্ষ্য স্থাপন করতে পারেনি। তারপরই দ্বিগবিজয় জানিয়ে দেন, ‘দলের নেতা রাহুল গান্ধী যে আসনে তাঁকে প্রার্থী করবেন তিনি সেখান থেকেই প্রতিনিধিত্ব করবেন’। ভোপালে দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দ্বিগবিজয় সিং কোনও প্রতিক্রিয়া জানাননি।