• facebook
  • twitter
Monday, 2 December, 2024

প্রথমবার ক্যানসার লড়াই নিয়ে জানালেন পটৌদি কর্ত্রী

দিল্লি: তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে চমকেই উঠেছিলেন তার অনুরাগীরা৷ তিনি বর্ষীয়ান অভিনেত্রী তথা পটৌদি বধূ শর্মিলা ঠাকুর৷ এতদিন বেশিরভাগের জানা ছিল না শমির্লার কর্কট রোগের সঙ্গে লড়াইয়ের কথা৷ নিঃশ্বব্দে এতদিন লড়েছেন এই রোগের সঙ্গে৷ ‘কফি উইথ করণ’-এ এসে প্রথমবার সেই দুঃসময়ের কথা ভাগ করে নিলেন পতৌদি পরিবারের কর্ত্রী৷  আর সে কারণেই ছাড়তে হয়েছিল

দিল্লি: তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে চমকেই উঠেছিলেন তার অনুরাগীরা৷ তিনি বর্ষীয়ান অভিনেত্রী তথা পটৌদি বধূ শর্মিলা ঠাকুর৷ এতদিন বেশিরভাগের জানা ছিল না শমির্লার কর্কট রোগের সঙ্গে লড়াইয়ের কথা৷
নিঃশ্বব্দে এতদিন লড়েছেন এই রোগের সঙ্গে৷ ‘কফি উইথ করণ’-এ এসে প্রথমবার সেই দুঃসময়ের কথা ভাগ করে নিলেন পতৌদি পরিবারের কর্ত্রী৷  আর সে কারণেই ছাড়তে হয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র অফার৷ সম্প্রতি করণ জোহরের শো-তে এসে এমনটাই জানালেন বর্ষীয়ান অভিনেত্রী৷ কেন তিনি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করতে পারেননি, তা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, সেই সময় তিনি নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন৷ করণ তার সঙ্গে কাজ করতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন৷ রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছেও৷ আলিয়া ভাটের দাদিমার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার৷ কিন্ত্ত শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর৷ তখনই শর্মিলা জানান, সেটা কোভিডের চরম পর্যায়ে ছিল৷ সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি৷ ক্যান্সারের পর ওরা চায়নি যে আমি এই ঝুঁকি নেই৷ এই প্রথমবার নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়া নিয়ে মুখ খুললে তিনি৷
প্রসঙ্গত, শর্মিলা ঠাকুর বর্তমানে দিল্লির পতৌদি প্যালেসেই থাকেন৷ সইফ-করিনা, সোহা আলি খানরা মাঝমধ্যেই সময় পেলে গিয়ে সেখানে মায়ের সঙ্গে সময় কাটিয়ে আসেন৷ সম্প্রতি তৈমুর আলি খানের জন্মদিনও পালন হয় পতৌদি প্যালেসে৷