• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

*ভালোবাসার সুরে কলকাতায় শানু পুত্র জান*

কলকাতা,২৯ সেপ্টেম্বর — সালটা ছিল ১৯৯২। শুরুর কুমার শানুর “প্রিয়তমা মনে রেখো” গানের অ্যালবাম তোমার সুরে সুর বেঁধেছি গানটি আজও জনপ্রিয়। সুরকার ছিলেন অরূপ প্রণয় । ঠিক ৩০ বছর পর আবার (প্রণয় প্রয়াত হবার পর) অরূপ প্রণয়ম নামকরনে অরূপ ব্যানার্জী এর সুরে “ভালোবাসার সুরে ঠিকানা” শীর্ষক মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ পেল দক্ষিণ কলকাতার ইমামী আর্ট

কলকাতা,২৯ সেপ্টেম্বর — সালটা ছিল ১৯৯২। শুরুর কুমার শানুর “প্রিয়তমা মনে রেখো” গানের অ্যালবাম তোমার সুরে সুর বেঁধেছি গানটি আজও জনপ্রিয়। সুরকার ছিলেন অরূপ প্রণয় । ঠিক ৩০ বছর পর আবার (প্রণয় প্রয়াত হবার পর) অরূপ প্রণয়ম নামকরনে অরূপ ব্যানার্জী এর সুরে “ভালোবাসার সুরে ঠিকানা” শীর্ষক মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ পেল দক্ষিণ কলকাতার ইমামী আর্ট সভাঘরে কুমার শানুর পুত্র জান এর। মা রিতা ভট্টাচার্য র প্রযোজনায় জি মিউজিক থেকে প্রকাশিত এই মিউজিক অ্যালবামমটির গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। দৃষ্টি নন্দন ভিডিওটিতে অভিনয় করেছেন নয়নিকা এবং অরিজিৎ। এই বছরে পূজোর গানে যথেষ্ট সাড়া জাগাবে বলে সঙ্গীত মহল মনে করছেন।

এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠান আয়োজক তোচন ঘোষ, সুরকার তপন সিনহা, সাংবাদিক মানস চক্রবর্তী সহ প্রমুখ।