• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো  চাঁচলের কলিগ্রাম এলাকায়

মালদহ ২৭ আগস্ট — বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের  চাঁচলের কলিগ্রাম এলাকায়।বাড়ির ভিতরে ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির  ঝুলন্ত দেহ। মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। জানা গেছে, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। পরিবারে এই দুই সদস্যই।   খবর পেয়ে গতকাল রাতেই সেখানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর দেহ দু’টি

মালদহ ২৭ আগস্ট — বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের  চাঁচলের কলিগ্রাম এলাকায়।বাড়ির ভিতরে ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির  ঝুলন্ত দেহ। মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। জানা গেছে, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। পরিবারে এই দুই সদস্যই।   খবর পেয়ে গতকাল রাতেই সেখানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর দেহ দু’টি উদ্ধার করা হয়। এই রহস্যমৃত্যু ঘিরে ধন্ধে এলাকাবাসীরা। এই নিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Advertisement

Advertisement