মুক্তিযুদ্ধে বলিদানের স্বীকৃতি: ভারতীয় সেনার দু’শো পরিবারকে মুজিব বৃত্তি হাসিনার 

Written by SNS September 2, 2022 11:53 am

শেখ হাসিনা

দিল্লি, ২ সেপ্টেম্বর —প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনদিনের এই সফরে তাঁর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিহত ভারতীয় সেনাদের ২০০টি পরিবারের সদস্যের হাতে মুজিব বৃত্তি তুলে দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আগামী ৫ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন হাসিনা। নয়াদিল্লিতে নানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হবে একান্ত বৈঠক। হাসিনার সঙ্গে এই সফরে থাকবেন ওই দেশের অনেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। থাকবেন বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও।

বাংলাদেশ সরকার সূত্রে খবর, এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। পাশাপাশি একটি বণিক সভার অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে হাসিনার। তার পরই তিনি দেখা করবেন মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের পরিবারের সঙ্গে। তাঁদের হাতে তুলে দেবেন মুজিব বৃত্তি। সফর সেরে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন হাসিনা।