এবার অ্যাপেলকেই তলব করতে পারে সংসদীয় কমিটি

Written by Sunita Das November 1, 2023 4:28 pm

Trinamool candidate Mahua Moitra. (Photo: IANS)

দিল্লি, ১ নভেম্বর– বিরোধী সাংসদদের হ্যাকিং সতর্কবার্তা পাঠানোয় অ্যাপেল সংস্থার কর্তাদের এবার তলব করার পথে হাঁটতে চলেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি৷ এই সতর্কবার্তা পাঠানো নিয়ে নানান প্রশ্ন করতে পারে সংস্থার কর্তাদের৷ অ্যাপেলের কাছে হ্যাকিংয়ের চেষ্টার কোনও প্রমাণ আছে কিনা, সব জানতে চাইবেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা৷ হ্যাকিংয়ের অভিযোগকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে সংসদীয় কমিটি৷ কীসের ভিত্তিতে এই ধরনের বার্তা পাঠানো হচ্ছে, সেটা জানতে চাইবে সংসদীয় কমিটি৷
বস্তুত, গতকাল বিরোধী নেতা এবং একাধিক সাংসদের আই ফোনে অ্যাপেলের তরফে বার্তা পাঠানো হয়, রাষ্ট্রের মদতে আপনার ফোন হ্যাক করার চেষ্টা হছে৷ এই অভিযোগ প্রথম করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সোশ্যাল মিডিয়ায় মহুয়া লেখেন, ‘অ্যাপেল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে৷ সেখানেই সাফ বলা হয়, রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কি কোনও কাজ নেই? কেন্দ্রের এই ভয় দেখে আমার দয়া হচ্ছে৷’ তিনি জানান, ইন্ডিয়া জোটের সদস্য বেশ কয়েকজন সাংসদের ফোনেই এমন সতর্কবার্তা এসেছে৷
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব থেকে শুরু করে আপ সাংসদ রাঘব চাড্ডা, শশী থারুর, সীতারাম ইয়েচুরি, প্রিয়াঙ্কা চতুর্বেদীর ফোনেই কেন্দ্র নজরদারি করছে বলে অভিযোগ করেন মহুয়া৷ মহুয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে একযোগে সরব হওয়া শুরু করেন বিরোধীরা৷ কার্যত বাধ্য হয়ে আসরে নামতে হয় কেন্দ্রকে৷ দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখর জানিয়ে দেন, অ্যাপেলের বিরুদ্ধে তদন্ত করা হবে৷ কেন এই ধরনের বার্তা পাঠানো হচ্ছে জানতে চাওয়া হবে৷ তার পরই তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি অ্যাপেল কর্তাদের তলব করবে বলে জানা গিয়েছে৷