ফের সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ 

Written by SNS September 29, 2022 5:48 pm

লখনউ, ২৯ সেপ্টেম্বর– আগের বারের মতোই ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজবাদী পার্টির সর্ব ভারতীয় সভাপতির পদে পুনরায় নির্বাচিত হলেন অখিলেশ যাদব । উত্তরপ্রদেশে অবশ্য এটা নতুন কথা নয়, কারণ এখানে বরাবরই পরিবারবাদ কাজ করে। প্রায় সব আঞ্চলিক দলেই এক পরিবারের একই ব্যক্তি বছরের পর বছর শীর্ষ পদ আঁকড়ে থাকেন। অখিলেশের আগে তাঁর বাবা মুলায়ম দীর্ঘদিন দলীয় সভাপতি ছিলেন। বুধবার টানা ১৩ বার আরজেডি’র সর্ব ভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন লালু প্রসাদ যাদব।

তবে বৃহস্পতিবার অখিলেশের ফের সভাপতি হওয়ার খবরকে ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁর ভাষণ। আজ লখনউয়ে সাংগঠনিক নির্বাচনের মঞ্চে অখিলেশ ভাষণে নিশানা করেন শুধুই বিজেপিকে।

তাৎপর্যপূর্ণভাবে ভাষণে বহুজন সমাজবাদী পার্টি এবং সেই দলের সুপ্রিমো মায়াবতীর সম্পর্কে কোনও আক্রমণাত্মক মন্তব্য করেননি। বরং, লোহিয়া ও আম্বেদকরবাদীদের এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন। সমাজবাদী পার্টি হল লোহিয়াবাদী। অন্যদিকে, আম্বেদকরবাদী হল বহুজন সমাজবাদী পার্টি।

অখিলেশের এই বক্তব্য থেকে অনেকেই মনে করছেন, সমাজবাদী নেতা আসলে ২০২৪ -এর লোকসভা ভোটে মায়াবতীর হাত ধরার ইঙ্গিত দিয়েছেন।

উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশ বুয়া, ভাতিজা বলে পরিচিত। অখিলেশের বাবা, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মুলায়ম সিংহ যাদবকে ব্যক্তিগত পরিসরে বড়া ভাইয়া বা বড়দা বলে সম্বোধন করেন বিএসপি নেত্রী মায়াবতী। সেই সূত্রে অখিলেশ বুয়া সম্মোধন করেন মায়াবতীকে।

কিন্তু রাজনীতিতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েন না। অনেক সময় তা ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে আসে। কিন্তু আজ অখিলেশ ছিলেন ভিন্ন মুডে। যা থেকে অনেকেই মনে করছেন, বুয়া-ভাতিজা কাছাকাছি আসতে পারেন ২০২৪ – এর কথা মাথায় রেখে।