• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ফক্স চেয়ারম্যানের পদ ছাড়লেন রুপার্ট মারডক

ওয়াশিংটন, ২২ সেপ্টেম্বর– মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন রুপার্ট মারডক। ৯২ বছর বয়সি মারডক প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে এক ঘোষণায় বলেছেন, তার জন্য এটিই সঠিক সময় অন্য দায়িত্বে নজর দেওয়ার। বৃহস্পতিবার ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে মারডক আরো জানান, চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে নিজেকে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস

News Corporation CEO Rupert Murdoch, speaks during a forum on The Economics and Politics of Immigration in Boston at which Murdoch and New York Mayor Michael Bloomberg spoke, Tuesday, Aug. 14, 2012. (AP Photo/Josh Reynolds)

ওয়াশিংটন, ২২ সেপ্টেম্বর– মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন রুপার্ট মারডক। ৯২ বছর বয়সি মারডক প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে এক ঘোষণায় বলেছেন, তার জন্য এটিই সঠিক সময় অন্য দায়িত্বে নজর দেওয়ার।

বৃহস্পতিবার ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে মারডক আরো জানান, চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে নিজেকে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। চিঠিতে তিনি বলেছেন, ‘আমাদের কোম্পানিগুলো বেশ শক্তিশালী অবস্থায় আছে। অনেকটা আমার মতো। আমাদের সুযোগগুলো আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জগুলোকে ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, ‘আসন্ন বছরগুলো সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। আমি অবশ্যই আছি এবং আগামীতেও এখানে থাকার পরিকল্পনা রয়েছে।’ 

Advertisement

উল্লেখ্য, ১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন মারডক। দিনে দিনে আমেরিকার সবচেয়ে দর্শকনন্দিত সংবাদ চ্যানেলে রূপ নেয় ফক্স।

Advertisement

Advertisement