• facebook
  • twitter
Monday, 15 December, 2025

খলনায়ক হয়ে ছোট পর্দায় ফিরছেন ‘ড. উজান’

কলকাতা: অনেক দিন হল পর্দায় ঋষি কৌশিককে দেখেননি দর্শক। বহু দিন পর আবারও ছোট পর্দায় দেখা যাবে ঋষিকে। তবে এ বার একটু অন্য ভাবে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল হিন্দি সিরিয়াল তৈরি করছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বর থেকেই শুরু হওয়ার কথা সেই সিরিয়ালের। এই নতুন হিন্দি সিরিয়ালে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। লীনার নতুন সিরিয়ালের নাম

কলকাতা: অনেক দিন হল পর্দায় ঋষি কৌশিককে দেখেননি দর্শক। বহু দিন পর আবারও ছোট পর্দায় দেখা যাবে ঋষিকে। তবে এ বার একটু অন্য ভাবে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল হিন্দি সিরিয়াল তৈরি করছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বর থেকেই শুরু হওয়ার কথা সেই সিরিয়ালের। এই নতুন হিন্দি সিরিয়ালে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। লীনার নতুন সিরিয়ালের নাম ‘ঝনক’। ছোট পর্দার নতুন খলনায়ক হিসাবে দেখা যাবে ঋষিকে। চরিত্রের নাম তেজেশ কুমার।

ঋষিকে বহু বছর আগে এক বারই খলনায়কের চরিত্রে দেখেছেন দর্শক। ‘ক্রান্তি’ ছবিতে। তাও নয় নয় করে কেটে গিয়েছে ১৭ বছর। এই কয়েক বছরে ছোট পর্দার রোম্যান্টিক হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঋষি।

Advertisement

এই সিরিয়ালে ঋষি ছাড়াও রয়েছেন ভরত কল, ক্রুশল অহুজা-সহ একাধিক মুম্বইয়ের অভিনেতা।

Advertisement

Advertisement