নিজের পদত্যাগ জনতার রায়েই ছাড়লেন ধনকুবের এলন

Written by SNS December 19, 2022 5:41 pm

ওটাওয়া, ১৯ ডিসেম্বর– এতদিন নিজের সংস্থায় নানান নিয়ম করে, কর্মী ছাটাই করেই বিতর্কে ছিলেন তিনি এবার নিজের পদত্যাগ নিয়েই প্রশ্ন তুলে শিরোনামে তিনি। টুইটার প্রধান এলন মাস্কের এবার প্রশ্ন, টুইটারের সিইও পদে কি তাঁরই থাকা উচিত? না কি সেই ভার তাঁর বদলে তুলে দেওয়া উচিত অন্য কোনও যোগ্যতরের কাঁধে? এই প্রশ্ন এবং তাঁর দু’টি সম্ভাব্য জবাব নিয়ে জনতার দরবারে হাজির হয়েছেন এলন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জনতা যে রায়ই দিন না কেন তিনি তা মাথা পেতে নেবেন এবং পালন করবেন।

রবিবার রাতে টুইটারে নিজের অ্যাকাউন্টেই এ সংক্রান্ত একটি ভোটিং চালু করেছেন তিনি। এলনের প্রশ্নের জবাব জনগণ তাঁদের মতদান করতে পারবেন ভোটদান করেই। সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৫০ মিনিটে শেষ হতে চলেছে ভোটিং। 

এলন অবশ্য জানাননি, তিনি না থাকলে তাঁর পদে কে দায়িত্ব নিতে চলেছেন। সেটা সম্ভবত ভোটিংয়ের পরই ঠিক হবে বলে অনুমান করছেন সকলে।