‘অনিচ্ছা সত্ত্বেও অন্যদের কথায় সম্মতি দিতে হয়’, বিতর্ক উসকে ঋষি সুনক 

Written by SNS August 24, 2022 5:24 pm

rishi sunak

লন্ডন, ২৫ আগস্ট– ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্বাচন ঘিরে যে পরিস্থিতি তৈরী হয়েছে তাতে অনেকটাই এগিয়ে পিছিয়ে ভারতীয়  বংশোদ্ভূত ঋষি সুনক। বিশেষজ্ঞরা সকলেই একমত, প্রধানমন্ত্রীর কুরসিতে বসা হবে না ঋষির। প্রধানমন্ত্রীর কুর্সি না পেলে ভবিষ্যৎ নিয়ে নিজেই উত্তর দিয়েছেন ঋষি। তিনি জানিয়েছেন, বেশ কয়েকবছর ধরে সরকারে থেকে বুঝেছেন, ইচ্ছা না থাকলেও অন্যদের কথায় সম্মতি দিতে হয়। তাঁর এই কথার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছেন ঋষি?

একটি রেডিও শোয়ে এসে ঋষি বলেছেন, “গত কয়েক বছর ধরে সরকারে থেকে আমি একটা বিষয় উপলব্ধি করেছি। ইচ্ছা না থাকলেও বড় নেতাদের সঙ্গে সহমত হতে হয়। পুরো বিষয়টি আমার কাছে খুব কঠিন লেগেছে। ওই পরিস্থিতিতে আমি আর পড়তে চাই না।” এহেন বিস্ফোরক মন্তব্য করার পরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, লিজ ট্রাসের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারে ঠাঁই হবে না ঋষির। কনজারভেটিভ পার্টির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্য এসে গেল ঋষির মন্তব্যের পরে।