স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩৩ জন। একদিনে দৈনিক আক্রান্ত প্রায় ১৯ শতাংশ কমেছে। উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট দুটোই এখনও যথেষ্ট বেশি। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩ হাজার ৮৫২।
তবে সার্বিকভাবে সবচেয়ে চিন্তার বিষয় হল, দৈনিক মৃত্যু সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ৪৪ জন। এর মধ্যে অবশ্য ১৬ জনের মৃত্যুর পুরনো হিসাব পরিসংখ্যানে যোগ হয়েছে। এই ১৬ জন বাদ দিলেও ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২৮। আগের ২৪ ঘণ্টাতেও দেশে মৃত্যু হয়েছিল ২৬ জনের। অর্থাৎ স্রেফ দু’দিনে মৃতের সংখ্যা পঞ্চাশের বেশি।
Advertisement
Advertisement
Advertisement



