পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটে অনুমোদন রাজভবনের

Written by SNS September 21, 2023 8:11 pm

Kolkata: Enforcement Directorate officials bring Partha Chatterjee for medical checkup at Joka ESI Hospital before appearing at Court in connection with its investigation into the teacher recruitment scam, in Kolkata on Saturday, July 23, 2022. (Photo:Kuntal Chakrabarty/IANS)

 কলকাতা, ২১ সেপ্টেম্বর –  পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটে অনুমোদন দিল রাজভবন।  তবে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বাকি পাঁচ অভিযুক্তের চার্জশিটে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।  আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুমোদনের বিষয়টি জানায়  সিবিআই। দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। গতবছর জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে সিবিআই-ও গ্রেপ্তার করে তাঁকে। তৈরি করা হয় চার্জশিট।
কিন্তু গ্রেপ্তারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মন্ত্রী গ্রেপ্তার হলে চার্জশিটে রাজভবনের অনুমোদনের প্রয়োজন। কিন্তু সিবিআই চার্জশিট তৈরি করলেও তাতে রাজ্যপালের অনুমোদন এতদিন মেলেনি। ফলে তা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানাল, অবশেষে অনুমোদন মিলেছে রাজভবনের।