একরত্তিকে দেখতে পেয়েই সটান তাকে কোলে তুলে নেন রাহুল গান্ধী। প্রিয় নেতার কোলে ওঠার পরেও যেন তার বিশ্বাসই হচ্ছিল না! তাই তো দু হাতে মুখ ঢেকেছে পুচকে মেয়ে। একই রকম খুশি রাহুল গান্ধিও। তাঁর দাবি, ‘এই রকম একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য হাজার মাইল হাঁটতে পারি!’
কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভক্ত এই ছোট্ট মেয়ে। তাই এতদিন ধরে টিভিতে দেখে আসা নেতার সঙ্গে শেষমেশ যখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সুবাদে মোলাকাত হল, আর তাতেই আনন্দে আত্মহারা মেয়েটি।
Advertisement
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে সেই দৃশ্য শেয়ার করেছেন রাহুল গান্ধি । সঙ্গে ছোট্ট শিরোনাম, ‘এই রকম একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য হাজার মাইল হাঁটতে পারি!’ রাহুল গান্ধির কোলে চড়া ছোট্ট মেয়ের হাসিমুখ নিমেষেই মন জিতেছে নেটিজেনদের। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেস। আর তাতেই রাহুল গান্ধীকে জনসাধারণের নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে কংগ্রেস। দেশ জুড়ে জনসমর্থন পাওয়ার লক্ষ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ নামক পদযাত্রায় যোগ দিয়েছেন রাহুল গান্ধি সহ কংগ্রেসের তাবড় নেতারা।
Advertisement
Advertisement



