ইজরায়েল:- ইজরায়েল ও হামাসের মধ্যে বর্তমান যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব দুইভাগে বিভক্ত। কিন্তু হামলার পদ্ধতি নিয়ে ইজরায়েলের সরকারের মধ্যেই যে দ্বন্দ্ব রয়েছে, তা সামনে এসে পড়ল। সূত্রের খবর, ইজরায়েলের মন্ত্রী আমিহাই ইলিয়াহুর বিবৃতি যুদ্ধের আগুনকে উস্কে দিলেও, তাঁর মন্তব্যের নিন্দা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। জানা গিয়েছে, মন্ত্রী বলেছিলেন, গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলা ইজরায়েলের অন্যতম বিকল্প। তবে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছেন। সূত্রের খবর, ইজরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সেদেশের প্রতিরক্ষা বাহিনী নিরাপরাধ মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ী কাজ করছে। ইজরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ তীব্র করেছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ধরনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, বিজয় না হওয়া পর্যন্ত ইজরায়েল সর্বোচ্চ মান অনুযায়ী কাজ চালিয়ে যাবে। ইজরায়েলের মন্ত্রী আমিহাই ইলিয়াহু গাজায় মানবিক সহায়তা দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন। গাজার বাসিন্দাদের তিনি নাৎসি বলে অভিহিত করেন। সূত্রের খবর, জানা গিয়েছে, অতি জানপন্থী দলের মন্ত্রী আমিহাই ইলিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার অংশ নন কিংবা সেখানে তাঁর কোনও প্রভাব নেই। উল্লেখ্য, নিরাপত্তা মন্ত্রিসভাই যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। মন্ত্রী আমিহাই ইলিয়াহু গাজায় ইজরায়েলের হামলাকে সমর্থন করেছেন। গাজার উত্তরাংশের কোনও অধিকার নেই ফিলিস্তিনিদের। তিনি আরও বলেছেন, যে বা যাঁরা ফিলিস্তিনি বা হামাসের পতাকা নেড়েছে, তাদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়।
Advertisement
Advertisement



