কলকাতা পুলিশ এর নজরদারিতে রেডরোডে দূর্গা পুজোর র‌্যালির প্রস্তুতি 

Written by SNS August 28, 2022 4:52 pm

কলকাতা ২৮ আগস্ট —দুর্গাপুজোর  র‌্যালির প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।  ১ সেপ্টেম্বর হবে  দুর্গাপুজোর র‌্যালি।  ওইদিন শহরে নির্বিঘ্নে যান চলাচলের জন্য কলকাতা পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে । পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল এবং পার্কিংয়ের ওপর বিশেষ আদেশ জারি করেছেন। কলকাতা পুলিশের তরফে রেডরোডে যান চলাচলের একটি সময়সূচীও জারি করা হয়েছে।

ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর শহরের ২১টি রাস্তায় ট্রাম, গাড়ি এবং যানবাহনের উপর ‘‌নিষেধাজ্ঞা’‌ জারি করা হয়েছে। যেসব রাস্তাঘাটে এই বিধিনিষেধ আরোপ করা হবে, তার মধ্যে রয়েছে, ভূপেন বোস অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, কেকে ঠাকুর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, জেএল নেহেরু রোড, আরআর অ্যাভিনিউ, মেয়ো রোড, খিদিরপুর রোড, এসপ্লানেড র‌্যাম্প ও এসপ্ল্যানেড রো। ট্রাফিক সূত্রে খবর ওইদিন মধ্য কলকাতার কিছু অংশে দুপুর ২টোর পর তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।