স্বাভাবিকের থেকে অন্তত ২০ গুণ বেশি দূষণ নিয়ে দুনিয়ায় চতুর্থ দিল্লি

Written by Sunita Das October 30, 2023 5:17 pm

ধোঁয়াশায় ঢাকা দিল্লি। (File Photo: IANS)

দিল্লি, ৩০ অক্টোবর– এবছর আরও ভয়ঙ্কর অবস্থা রাজধানী দিল্লির৷ বাতাসে দূষণের পরিমাণ এতটাই বেশি যে প্রাত ভ্রমণে যাওয়া নিষেধ সাধারণ জনগণের৷
তবে শুধু দিল্লি নয়, বায়ু দূষণের নিরিখে দেশের অন্য শহরগুলির অবস্থাও খুব একটা স্বস্তির নয়৷ এই আবহে আরও চিন্তার খবর শোনাল ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট৷ তাদের পঞ্চম রিপোর্ট অনুযায়ী, দুনিয়ার ৫০টি দূষিত শহরের মধ্যে ৩৯টি ভারতের৷ এর মধ্যে আবার প্রথম ১০-এ রয়েছে রাজধানী দিল্লি ও গ্রেটার দিল্লি৷
বিশ্বের বিভিন্ন শহরগুলির বায়ু দূষণের মাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে আইকিউ এয়ার নামের সুইস সংস্থা৷ সরকার এবং সরকার পরিচালিত প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বাৎসরিক রিপোর্ট তৈরি করেন তাঁরা৷ আর সেখানেই ভারতীয় শহরগুলির দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ গত বছর ১৩১টি দেশের ৭ হাজার ৩২৩টি শহরের পিএম ২.৫-র তথ্য সংগ্রহ করে সুইৎজারল্যান্ডের সংস্থা৷
আইকিউ এয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে দূষিত শহর হল রাজস্থানের ভিওয়াদি৷ সেখানকার পিএমের মাত্রা ৯২.৭৷ যা বিশ্বের মধ্যে তৃতীয়৷ প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর৷ চিনের হোতান দ্বিতীয়তে জায়গা পেয়েছে৷ এই দু’টি শহরের পিএম লেভেল যথাক্রমে ৯৭.৪ ও ৯৪.৩৷
অন্যদিকে মেট্রোপলিটান শহরগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে দিল্লি৷ সেখানকার পিএমের মাত্রা প্রায় ৯৩ ছুঁইছুঁই৷ যা স্বাভাবিকের থেকে অন্তত ২০ গুণ বেশি৷ দুনিয়ার ৫০টি দূষিত মেট্রোপলিটান শহরের তালিকায় দিল্লির স্থান চতুর্থ৷
এছাড়া অন্য শহরগুলির মধ্যে তালিকায় উপরের দিকেই নাম রয়েছে পটনা, মুজফফরনগর, দ্বারভাঙা, নয়ডা, গুরুগ্রাম, বুলন্দশহর, মেরঠ, চরখি দারি, ঝিন্দ, গাজিয়াবাদ, ফরিদাবাদ, হিসার ও গ্রেটার নয়ডা৷ তথ্য বলছে, গত কয়েকদিনে দিল্লি সংলগ্ন গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদের দূষণের মাত্রা সামান্য কমেছে৷ গত বছরের সঙ্গে তুলনায় গুরুগ্রামে ৩৪ শতাংশ ও নয়ডায় ২১ শতাংশ দূষণের মাত্রা কমেছে৷
সুইস পরিবেশ সংস্থার দাবি, ১৩১টি দেশের মধ্যে জনসংখ্যা ও দূষণের নিরিখে ভারতের স্থান অষ্টম৷ ভারতের সামনে রয়েছে ইরাক, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বুরকিনা ফাসো ও কুয়েত৷ ২০২১-র তুলনায় এবার দূষণের মাত্রা এখনও পর্যন্ত কম বলে মনে হচ্ছে৷ গত বছরে বায়ু দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ছাডি়য়ে গিয়েছিল৷
প্রসঙ্গত, দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে থাকায় শ্বাসকষ্ট ও সিওপিডির রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ এই পরিস্থিতি চলতে থাকলে হূদরোগের পরিমাণ বাড়বে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের৷