কলকাতা, ২২ আগস্ট – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বিবস্ত্র করে হস্টেলের বারান্দায় ঘোরানো হয় – প্রমাণ পেয়েছে পুলিশ। মঙ্গলবার লালবাজার সূত্রে এই খবর জানা যায়। পুলিশের দাবি, ছাত্রমৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের প্রমাণ মিলেছে। যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই এই ঘটনায় যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। ৯ অগস্ট রাতে ঠিক কী ঘটনা ঘটে, তা জানতে মঙ্গলবার হস্টেলের রাঁধুনিকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও পুলিশ সূত্রে খবর।
লালবাজার সূত্রে খবর, হস্টেলের ৭০ নম্বর ঘরে ওই ছাত্রকে বিবস্ত্র করানো হয়। তার পর তাঁকে বারান্দায় বিবস্ত্র অবস্থাতেই হাঁটানো হয়। কী ভাবে র্যাগিং হয়েছে, তার নথি মঙ্গলবার আলিপুর আদালতে জমা করে পুলিশ। ধৃত সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে আদালতে হাজির করা হয়। আদালতে সরকারি কৌঁসুলি জানান, চার জনকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করেছিলেন সৌরভ।
Advertisement
যদিও র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি বলে গত রবিবার দাবি করেছিলেন ধৃত সৌরভ চৌধুরী। মঙ্গলবার আদালতে ঢোকার মুখে সৌরভ আবার বলেন, ‘‘আমি অপরাধী নই। আমাকে অপরাধী সাজানো হয়েছে।’’
Advertisement
Advertisement



