চিন থেকে এবার আমেরিকায় ‘রহস্যময়’ নিউমোনিয়ার হানা!

Written by Sunita Das December 2, 2023 5:38 pm

ওয়াশিংটন, ২ ডিসেম্বর– এ যেন করোনোর ইতিহাসই ঘুরে-ফিরে আসছে৷ করোনা যেমন চিন থেকে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে৷ ঠিক তেমনই রহস্যময় নিউমোনিয়া প্রথম চিনে দেখা দিলেও এবার এহেন ‘অজানা’ রোগের প্রাদুর্ভাব আমেরিকাতে৷
মার্কিন স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ওহাইও প্রদেশের ওয়ারেন কাউন্টিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ১৪৫৷ রোগীদের বয়স তিন বছর থেকে ১৪ বছরের মধ্যে৷ এই পরিসংখ্যান উদ্বেগের কারণ হয়ে দাঁডি়য়েছে৷ স্থানীয় স্বাস্থবিভাগের মতে, এর আগেও এহেন পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে এবারে আত্রান্তের সংখ্যা ও সংক্রমণের গতি অনেকটাই বেশি এবং এটাই ভাবনার বিষয়৷ তবে চিনের ‘রহস্যময়’ নিউমোনিয়ার সঙ্গে এই রোগের আপাতত কোনও সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে৷ তাঁরা জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনও ‘মহামারী’ পরিস্থিতির সঙ্গে এই নিউমোনিয়ার মিল পাওয়া যায়নি৷
উল্লেখ্য, করোনা মহামারীর ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি৷ এরই মধ্যে এই নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, করোনার সময় যেমন চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে এই ‘অজানা’ নিউমোনিয়ার জেরে সেই একই পরিস্থিতি৷