অন্যদিকে ধীরাজ সাহুর সংস্থা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসের পাশে রয়েছে ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম। মন্ত্রী মিথিলেশ কুমার জানিয়েছেন, কংগ্রেস সাংসদ মদের ব্যবসা করেন এবং এটি তাদের যৌথ পারিবারিক ব্যবসা। এই ব্যবসায় নগদ অর্থের লেনদেন হয়েই থাকে। এমন কোটি কোটি টাকার লেনদেন প্রতিদিন হয়। বিজেপি কেন আদানি ও আম্বানিদের বিরুদ্ধে আয়কর অভিযান চালাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।