• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশের গাড়ির নীচে পুড়ে মরল মানুষ, দাঁড়িয়ে দেখল পুলিশ 

পাটনা, ১২ অক্টোবর– রাস্তায় দাঁড়ানো পুলিশ প্রিজন ভ্যানের তলায় পুড়ে মরল এক ব্যক্তি। আর তাকে পুড়তে দেখে কোনো সাহায্য না করে ভ্যান থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন পুলিশকর্মীরা। এইরকম ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার কাকভোরে বিহারের ছাপড়া-সিওয়ান হাইওয়েতে।Advertisement জানা গিয়েছে, ওই প্রিজন ভ্যানটি একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। তাতে তিনজন ছিলেন। দুজন

পাটনা, ১২ অক্টোবর– রাস্তায় দাঁড়ানো পুলিশ প্রিজন ভ্যানের তলায় পুড়ে মরল এক ব্যক্তি। আর তাকে পুড়তে দেখে কোনো সাহায্য না করে ভ্যান থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন পুলিশকর্মীরা।

এইরকম ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার কাকভোরে বিহারের ছাপড়া-সিওয়ান হাইওয়েতে।

Advertisement

জানা গিয়েছে, ওই প্রিজন ভ্যানটি একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। তাতে তিনজন ছিলেন। দুজন রাস্তায় ছিটকে পড়েন। তাঁদেরও মৃত্যু হয়। আর যিনি বাইকটি চালাচ্ছিলেন তিনি বাইক সমতে পুলিশের গাড়ির নীচে ঢুকে যান।
সেখানেই তেলের ট্যাঙ্ক থেকে আগুন লাগে। সেই আগুনেই পুড়ে যান ওই বাইক আরোহী। পুলিশের চোখের সামনে জ্বলতে জ্বলতে একসময় আগুন নেভে বটে। কিন্তু তখন মানুষটিও পুড়ে ছাই হয়ে গিয়েছেন।

Advertisement

আজ প্রবাদপ্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিন। সেই উপলক্ষে গতকাল বিহারের একটি সভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রিজন ভ্যানটি সেখান থেকেই ফিরছিল।

Advertisement