কলকাতা, ১৮ জুন – পঞ্চায়েত ভোটে মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যে যে ধরণের হামলা ও অশান্তির ঘটনা ঘটেছে তাতে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল অশান্তি রুখতে কড়া বার্তাও দিয়েছেন। ভাঙড় ও ক্যানিং-এর অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। সমস্যার মোকাবিলায় এবার রাজভবনে ‘পিস রুম’ খোলা হল। ‘পিস রুমে’ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে এবং OSD2w.b.governor@gmail.com এই আইডিতে মেল করে অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন।