বন্দে ভারতে যাত্রীরা ওয়ার্ল্ড ক্লাস ট্রাভেল এক্সপেরিয়েন্স এর সুবিধা পেতে চলেছে!

Written by SNS November 30, 2023 10:50 am

ভারত:- দিন দিন বন্দে ভারতের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। বিমান কিংবা অন্যান্য ট্রেনের থেকে বন্দে ভারতে যাত্রা করতে বেশি পছন্দ করছেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার কথা ভেবে দক্ষিণ রেলওয়ে ডিভিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, যাত্রী পরিষেবার ক্ষেত্রে yatri seva Anubandh নামে একটি নতুন পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে। আর এই স্কিমের উদ্যেশ্য হল যাত্রীদের আলাদা আলাদা ভ্যালু অ্যাডেড সার্ভিস দেওয়ার মাধ্যমে World Class Travel Experience দেওয়া। এই YSA প্রকল্পটি ছয় জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে শুরু হচ্ছে প্রাথমিক ভাবে। ধীরে ধীরে অন্যান্য বন্দে ভারত ট্রেনগুলিতেও এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রেলওয়ে Yatri Seva Anubandh প্রকল্প বাস্তবায়নের জন্য ক্যাটারিং এবং হাউসকিপিংয়ে নিয়োগের ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড দেখা হবে। সমস্ত কোচে পরিষ্কার ঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখা হবে। আর তা দেখতে একজন প্রশিক্ষিত হাউসকিপিংকে নিয়োগ করা হবে। তাঁরই নির্দেশে যাবতীয় পরিষ্কারের কাজ চলবে। অন্যদিকে রেল যাত্রীরা শুরু এবং শেষ স্টেশনগুলিতে ক্যাব বুকিং, হুইলচেয়ার এবং বগি ড্রাইভের মতো সাহায্য পাবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সুবিধাও যাত্রীদের দেবে রেল। সূত্রের খবর, জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেন যাত্রীদের অনবোর্ড ইনফোটেনমেন্ট সিস্টেমের যাবতীয় সুবিধা থাকবে। যা সম্পূর্ণ ভাবে ডেটা সেফটি, ব্রডকাস্টিং এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস থাকবে। খুব শীঘ্রই দেশের অন্যান্য ট্রেনগুলিতেও এই ব্যবস্থা থাকবে। এমনটাই জানা গিয়েছে। টিকিট বুক করার সময় বা প্যাসেঞ্জার সার্ভিস অ্যাপের মাধ্যমে প্রি-পেইড খাবার অর্ডার করতে পারেন বন্দে ভারত ট্রেনের যাত্রীরা। বিতর্ক ছড়াতে পারে এমন কোনও খাবার দেওয়া হবে না। তবে প্রতি বন্দে ভারত ট্রেনে খাবার ও পানীয় পরিষেবার দেখাশোনার জন্য একজন আধিকারিক থাকবেন।