কলকাতা, ২৫ সেপ্টেম্বর-– গার্ডেনরিচের প্রতারক ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে দেড় বছর আগেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জমা পড়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এতদিনেও। সেই ঘটনার জেরে কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার ক্লোজ করা হল পার্ক স্ট্রিট থানার এসআইকে।
উল্লেখ্য, গতকালই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন আগেই ৩২ বছর বয়সি ব্যবসায়ী আমির খানের গার্ডেনরিচের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় যদিও বাড়িতে ছিল না আমির। তার ঘরের খাটের তলা থেকে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল আমির। তার বিরুদ্ধে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে লোককে ঠকিয়ে বিপুল টাকা হাতানোর অভিযোগ উঠেছিল।
Advertisement
Advertisement
Advertisement



