• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

ভারতীয় ফৌজের জালে পাকিস্তানি ফিদায়েঁ জঙ্গি

জম্মু, ২৫ আগস্ট —  জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীকে রক্তাক্ত করার ছক কষছিলো পাকিস্তানের ফিদায়েঁ জঙ্গি। ভারতীয় সেনার হাতে ধরা পড়ার পর জেরায় ওই সন্ত্রাসবাদী জানিয়েছে, উপত্যকায় ভারতীয় সেনার উপর আত্মঘাতী হামলা চালানোর জন্য তাকে ৩০ হাজার টাকা দেয় পাকিস্তান আর্মির এক কর্নেল পদমর্যাদার অফিসার। সূত্রের খবর, এর আগে ভারতীয় পোস্টগুলি সম্পর্কে ‘রেকি’ করতে এসেছিল তাবারক। হামলা

জম্মু, ২৫ আগস্ট —  জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীকে রক্তাক্ত করার ছক কষছিলো পাকিস্তানের ফিদায়েঁ জঙ্গি। ভারতীয় সেনার হাতে ধরা পড়ার পর জেরায় ওই সন্ত্রাসবাদী জানিয়েছে, উপত্যকায় ভারতীয় সেনার উপর আত্মঘাতী হামলা চালানোর জন্য তাকে ৩০ হাজার টাকা দেয় পাকিস্তান আর্মির এক কর্নেল পদমর্যাদার অফিসার।

সূত্রের খবর, এর আগে ভারতীয় পোস্টগুলি সম্পর্কে ‘রেকি’ করতে এসেছিল তাবারক। হামলা চালানোর জন্য ২১ অগাস্ট চূড়ান্ত সবুজ সঙ্কেত পায় সে। ঘটনাচক্রে, একই সেক্টর থেকে ২০১৬ সালেও তাবারক হোসেনকে গ্রেপ্তার করেছিল ভারতীয় সেনা। সে বার তার সঙ্গে ধরা পড়ে তার ভাই হারুন আলিও। তবে স্রেফ মানবিকতার খাতিরে ২০১৭ সালের নভেম্বরে পাকিস্তানে ফেরত পাঠানো হয় দুজনকেই।

উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান । এহেন পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।