মোদির গুজরাতের ডিজিপি পাকিস্তানের ডিজিপি-র সমান

Written by Sunita Das October 14, 2023 5:27 pm

আহমেদাবাদ, ১৪ অক্টোবর– শনিবার ভারত-পাক ম্যাচ ঘিরে চরম উত্তেজনা দু’দেশের মধ্যে৷ গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলা ম্যাচ ঘিরে গোটা রাজ্যে অাঁটোসাটো নিরাপত্তা৷ ওডিআই ম্যাচ  বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধে যখন পারদ উর্ধ্বমুখী এই ম্যাচের আয়োজন স্থল গুজরাতের কথাই যদি ধরি তাহলে জানিয়ে রাখি পাকিস্তান ভারত তো দূর এই গুজরাতের ধারে-কাছেও আসতে পারবে না৷ কারণ গুজরাতের ডিজিপিকে দেখে পাকিস্তানের লজ্জায় মরে যাওয়া উচিত৷ রাজ্যের হিসাবে গুজরাত তৃতীয় বৃহত্তম অর্থনীতি৷
একটা গোটা দেশ পাকিস্তানের যে ডিজিপি, তা প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাতের ডিজিপির প্রায় সমান৷ অর্থাৎ একটি দেশের ডিজিপির সমান গুজরাতের ডিজিপি৷ অন্যদিকে, অর্থনৈতিক বৃদ্ধির দিকে যদি নজর দেওয়া যায়, তবে পাকিস্তান গুজরাতের থেকে বহু ক্রোশ পিছিয়ে রয়েছে৷
চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান৷ অর্থ সঙ্কটের পাশাপাশি খাদ্য সঙ্কটও চরমে উঠেছে৷ সম্প্রতিই ডুবন্ত পাকিস্তানকে উদ্ধার করতে সাহায্যের হাত বাডি়য়ে দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ৷ পাকিস্তানের ডিজিপি ভারত, চিন সহ এশিয়ার একাধিক দেশের তুলনায় কম৷ বর্তমানে পাকিস্তানের ডিজিপি ৩৪১.৫ বিলিয়ন ডলার৷ এদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি৷ চলতি অর্থবর্ষে পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধির আনুমানিক হার ৩.৫ শতাংশ৷ গত বছর এই বৃদ্ধির হার ছিল মাত্র ০.৫ শতাংশ৷
পাকিস্তানের তুলনায় যদি গুজরাতের জিডিপি হিসাব করা হয়, তবে দেখা যাবে চলতি বছরে মোদি রাজ্যের আনুমানিক ডিজিপি ৩২১ বিলিয়ন ডলার৷ পাকিস্তানের তুলনায় গুজরাটের জিডিপি খুব সামান্যই কম৷