ছন্দে ফিরতে স্কুলগুলিকে অনলাইনের নয়া নির্দেশ সিকিম সরকারের

Written by Sunita Das October 11, 2023 4:59 pm

6-7 years cute child learning mathematics from computer.

ইম্ফল, ১১ অক্টোবর– ফের ছন্দে ফেরার চেষ্টা করছে দুর্যোগে বিধ্বস্ত সিকিম৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ৷ আবহাওয়াও অনুকূল হয়েছে বিপর্যস্ত রাজ্যে৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্যের স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল সিকিম সরকার৷ সোমবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, সেখানকার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলি যেন অনলাইন ক্লাসের মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা শুরু করে৷
তবে অনলাইন ক্লাসের সুযোগ-সুবিধা পাবে শুধুমাত্র উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা৷ সিকিমের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে৷
সিকিমের শিক্ষা দফতরের দাবি, প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু দিন সিকিমের সমস্ত স্কুল বন্ধ হয়ে পডে়ছিল৷ এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়েছে৷ রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে৷ তাই সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের তরফে যেন উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে৷
৪ অক্টোবর সিকিমে প্রাকৃতিক বিপর্যয় শুরু হলে চার দিনের জন্য রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সিকিম সরকার৷ পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়৷