কলকাতা,১ অক্টোবর —পুজোতে যখন গোটা শহর জুড়ে আলোর রোশনাই তখন ঠিক একই সময়ে কারো কারো জীবনে নেমে আসে অন্ধকার। গোটা শহর উৎসবে মেতেছে। কিন্তু এদিন সকালেই পাটুলিতে বন্ধ ঘরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । বিগত দু’দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ বেরতে থাকে। প্রথমে বিষয়টা বুঝে উঠতে পারেননি প্রতিবেশীরা। কিন্তু কাল রাত থেকে সেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে! মৃতের নাম দিলীপ দত্ত। এদিন সকালে পুলিশ দরজা ভেঙে দেখে, মেঝেতে পড়ে রয়েছে বছর ৬২-র দিলীপের দেহ। সেখান থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রের খবর অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে দিলীপ বাবুর। পাটুলির ওই ফ্ল্যাটে একাই থাকতেন প্রৌঢ়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রীও মারা গেছেন বহুদিন। বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মেয়ে। কান্না ভেজা গলায় জানান, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে তা তিনি ভাবতেও পারেননি।পুলিশ গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement
Advertisement



