কটক, ২৯ জানুয়ারি– পুলিশের গুলিতে ঝাঁঝরা স্বাস্থ্যমন্ত্রীর বুক। গাড়ি থেকে নামতেই গুলি চলল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের উপর। জানা গিয়েছে তাঁর বুকে গুলি লেগেছে। জখম অবস্থায় এই বিজেডি নেতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এদিন ঝারসুগুড়া জেলার বজরংনগরের গান্ধীচকে গিয়েছিলেন মন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মন্ত্রী গাড়ি থেকে নামতেই এক পুলিশকর্মী সার্ভিস রিভলবার বের করে গুলি চালিয়ে দেন।
Advertisement
তবে এখনো জানা যায়নি কী কারণে ওই পুলিশকর্মী স্বাস্থ্যমন্ত্রীর উপর গুলি চালালেন বা ইটা কোনো দুর্ঘটনা কিনা। জানা গিয়েছে ওই এএসআইয়ের নাম গোপাল দাস। তিনি দু’রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় নবীন পট্টনায়েকের স্বাস্থ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হচ্ছে।
Advertisement
আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। তবে গুলি চালানো পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে কিনা তা দুপুর পৌনে দু’টো পর্যন্ত জানা যায়নি।
Advertisement



