• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এবার ‘মধ্যরাতের গান’ও  মুক্তি পেতে রাতারাতি হিট 

কলকাতা ১৮ আগস্ট — শহরের ‘মধ্যরাতের গান’ শোনাল ‘কলকাতা চলন্তিকা’! মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে। আগামী ২৫ অগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেলের পরবর্তী বাংলা ছবি ‘কলকাতা চলন্তিকা’। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়ে গিয়েছে। যা দর্শকরা বেশ পছন্দও করেছেন। ছবির প্রথম গান ‘গীতবিতানের দিব্যি’ বেশ পছন্দ করেছিলেন শ্রোতারা।  দু’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ‘মধ্যরাতের গান’। সেই ভিডিওয় দেখা

song

কলকাতা ১৮ আগস্ট — শহরের ‘মধ্যরাতের গান’ শোনাল ‘কলকাতা চলন্তিকা’! মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে। আগামী ২৫ অগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেলের পরবর্তী বাংলা ছবি ‘কলকাতা চলন্তিকা’। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়ে গিয়েছে। যা দর্শকরা বেশ পছন্দও করেছেন। ছবির প্রথম গান ‘গীতবিতানের দিব্যি’ বেশ পছন্দ করেছিলেন শ্রোতারা। 

দু’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ‘মধ্যরাতের গান’। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যরাতের গল্পকে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বারিষের কথায় ও সৌপ্তিক মজুমদারের সুরে ছবির এই দ্বিতীয় গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ ছবিতে বারিষের লেখা গান ‘ভালবাসার মরসুম’ এখনও ট্রেন্ডিংয়ে। এরমধ্যেই পাভেলের ছবির ‘মধ্যরাতের গান’ও যে নতুন করে সাফল্য এনে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

Advertisement