দু’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ‘মধ্যরাতের গান’। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যরাতের গল্পকে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বারিষের কথায় ও সৌপ্তিক মজুমদারের সুরে ছবির এই দ্বিতীয় গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ ছবিতে বারিষের লেখা গান ‘ভালবাসার মরসুম’ এখনও ট্রেন্ডিংয়ে। এরমধ্যেই পাভেলের ছবির ‘মধ্যরাতের গান’ও যে নতুন করে সাফল্য এনে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
Advertisement
Advertisement



