বাড়ানো হতে পারে মনোনয়নের সময়সীমা, ইঙ্গিত রাজীব সিনহার  

Written by SNS June 9, 2023 8:22 pm

কলকাতা, ৯ জুন – হাইকোর্টের পর্যবেক্ষণের পর মনোনয়নের সময়সীমা কয়েকদিন বাড়ানো হতে পারে। আইনত মনোনয়ন কত দিন ধরে হতে পারে, তার কোনও বাঁধাধরা  নিয়ম নেই। ফলে দিন বাড়ানো হলে সমস্যা নেই। তবে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “মনোনয়ন সবে শুরু হয়েছে। দু’দিন যাক। মনে হয় সময় বাড়াতে হবে। আইনত সম্ভব হলে আমরা সময় বাড়াব।”  বৃহস্পতিবার, ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। নির্বাচন করানোর ক্ষেত্রে পুলিশের ওপর আস্থা রেখেছে রাজ্য। তারপরই শুক্রবার মুখ্যসচিব, ডিজির বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার। বৈঠকে পুলিশী নিরাপত্তার বাড়ানোর জন্য  আলোচনা করেন। রাজীব সিনহা বলেন, “মানুষের আস্থা বাড়ানো হোক। শুধু শান্তিপূর্ণ নয়, স্বচ্ছ করুন নির্বাচন।” একই সঙ্গে জেলা পরিষদের মনোনয়ন এসডিও অফিস, এবং গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত সমিতিতে নোটিস দিতে পারে কমিশন।

শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১৫ জুন শেষ তারিখ। ৭ জুন স্ক্রুটিনির তারিখ ধার্য করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত। কমিশন থেকে স্পষ্ট করে দেওয়া হয়, মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে, সেখানে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। তবে,  মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে ।