• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শান্তিতে নোবেলজয়ীর ১০ বছরের জেল, প্রতিবাদের ঝড় দুনিয়াজুড়ে

মিনস্ক, ৪ মার্চ–  শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিৎস্কিকে জেলে পুরল বেলারুশ। এই খবর ছড়িয়ে পড়তেই নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বেলারুশের রাজধানী তথা বৃহত্তম শহর মিনস্কের লেনিনস্কি ডিস্ট্রিক্ট কোর্ট বিয়ালিৎস্কিকে দশ বছরের জেলের সাজা শুনিয়েছে। শুধু তাই নয়, ওই মানবাধিকার কর্মীকে ৬৫ হাজার মার্কিন ডলারের জরিমানাও

মিনস্ক, ৪ মার্চ–  শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিৎস্কিকে জেলে পুরল বেলারুশ। এই খবর ছড়িয়ে পড়তেই নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বেলারুশের রাজধানী তথা বৃহত্তম শহর মিনস্কের লেনিনস্কি ডিস্ট্রিক্ট কোর্ট বিয়ালিৎস্কিকে দশ বছরের জেলের সাজা শুনিয়েছে। শুধু তাই নয়, ওই মানবাধিকার কর্মীকে ৬৫ হাজার মার্কিন ডলারের জরিমানাও করেছে আদালত। তাঁর দুই সহকর্মী ভ্যালেন্টিন স্তেফানোভিচ ও ভ্লাদিমির লাভকোভিচকেও যথাক্রমে ৯ ও ১০ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। অভিযোগ, বছর ষাটের অ্যালেস বিয়ালিৎস্কি দেশের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন। এছা়ড়া, বিদেশ থেকে বেআইনি ভাবে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে তাঁর সংস্থা ‘ভেসনা হিউম্যান রাইটস সেন্টারে’র বিরুদ্ধে।

Advertisement

Advertisement