নেই চাহিদা, গণছাঁটাইয়ের পথে হিউলেট প্যাকার্ড 

Written by SNS November 23, 2022 6:11 pm

ক্যালিফোর্নিয়া ,২৩ নভেম্বর–এ বার কর্মী ছাঁটাইয়ের পথে আরও এক আমেরিকান সংস্থা। জনপ্রিয় কম্পিউটার হার্ডঅয়্যার নির্মাতা সংস্থা হিউলেট-প্যাকার্ড বা এইচপি গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সংবাদসংস্থা সূত্রে দাবি, প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে এইচপি। ২০২৫ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে।

কেন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার এই অন্যতম জনপ্রিয় কম্পিউটার ও ল্যাপটপ নির্মাতা সংস্থা? সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে বিশ্বের বাজারে কম্পিউটার কিংবা ল্যাপটপের চাহিদা কমেছে। ফলে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এইচপির মতো সংস্থাকে। তাই কিছু কর্মী ছাঁটাই করে ব্যয় বরাদ্দ কমাতে চাইছে কর্তৃপক্ষ।

আমেরিকার এই সংস্থায় বর্তমানে ৫০ হাজার কর্মী রয়েছেন। ২০২৫ সালের মধ্যে ৪ থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। যা মোট কর্মীসংখ্যার প্রায় ১২ শতাংশ।

ব্যক্তিগত কম্পিউটারের বাজারে মন্দা তো আছেই, সেই সঙ্গে আগামী দিনেও লাভের আশা করছে না এইচপি। সংস্থার তরফে মনে করা হচ্ছে, ল্যাপটপ বা কম্পিউটারের চাহিদা অদূর ভবিষ্যতে বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই।