ভরতি থাকা রোগীদের মধ্যে একজন রয়েছেন আইসিইউয়ে। তিনি প্রয়াত দু’জনের অন্যতম ২২ বছরের এক যুবকের আত্মীয়। শিশুদের মধ্যে দু’জনের বয়স ৪ ও ৯ বছর। আরেকজন শিশুর বয়স ১০ মাস। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে নমুনা। মঙ্গলবার সন্ধের পর রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে মৃতরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে আপৎকালীন বৈঠক শুরু হয়েছে।
উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
Advertisement
এই ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ কী? মূলত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথার মতো প্রাথমিক লক্ষণ থাকে। পরে ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়।
Advertisement
Advertisement



