বীরভূম,১ এপ্রিল — বীরভূমের মহম্মদ বাজার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পরে যায় গোটা বীরভূম চত্বরে । ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ অভিযান চালায়। এনআইএ -র হাতে গ্রেফতার হন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। শুধু তিনি একা নন, আরও ২ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। চলতি সপ্তাহেই জানা গেছে, সেই ঘটনাতেই এই গ্রেফতারি।
প্রসঙ্গত, এই সপ্তাহেই মহম্মদ বাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলটিন স্টিক ও ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এই ঘটনার তদন্তে নেমে এনএআই জানতে পারে, কোনও জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল কাজ করছে। সেই সূত্র ধরেই তারা খোঁজ পায় মহম্মদ মীর নুরুজ্জামানের।
Advertisement
জানা যায়, তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। বর্তমানে বিকাশভবনের সফটওয়্যার ডেভপমেন্ট বিভাগে কাজ করেন। সেখান থেকেই গোয়েন্দারা গ্রেফতার করে নুরুজ্জামানকে। সেই সঙ্গে আরও দু’জনকেও নিজেদের হেফাজতে নেন তাঁরা।
Advertisement
এত বিস্ফোরক কোথা থেকে এল, কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কিনা, এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
Advertisement



