কলকাতা:- মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার নতুন চমক। মহিলাদের জন্য এক এবার আরও একগুচ্ছ সুযোগ সুবিধা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। সূত্রের খবর, নতুন বছরের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন না করে থাকেন তাহলে এবার আর চিন্তা নেই। আবেদনের জন্য প্রয়োজন নেই দুয়ারে সরকারের। সারা বছরই নিজের সুবিধামত আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। জানা গিয়েছে, গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে আবেদন জানাতে পারবেন। পুরসভা এলাকার বাসিন্দারা মহকুমাশাসকের অফিসে গিয়ে আবেদন জানাতে পারবেন। পুরনিগমের আওতায় থাকা বাসিন্দাদের কেমসতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে। তবে পাশাপাশি দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদন করার পথও খোলা থাকবে। তবে এই নতুন নিয়মের ফলে আবেদন করার জন্য তিন মাস ছাড়া ছাড়া দুয়ারে সরকার শিবিরের অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। গত সেপ্টেম্বর মাসে শেষ দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়েছিল। সূত্রের খবর সরকারি সূত্রে জানা যাচ্ছে, এইবারের শিবিরে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন এসেছে ৯.৫ লক্ষ। মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা ২ কোটি পেরিয়ে যাবে। সরকারের নিয়ম অনুযায়ী কোনও মহিলার ২৫ বছর বয়স হলেই সে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারেন। তবে শহর ও গ্রামাঞ্চলে আবেদনের নিয়মে তফাত আছে।