• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

দশ নম্বর জনপথে নতুন অতিথি 

দিল্লি, ৪ অক্টোবর – ঘৃণার বাজারে মহব্বতের দোকান খুলতে হবে। সহনশীল এবং ভালবাসার সমাজ গড়ে তুলতে হবে।  শুধু মানুষে মানুষে প্রেম নয়, জীবে প্রেমের বার্তাও দিয়েছিলেন রাহুল গান্ধি। সমাজকে দরদী হওয়ার বার্তা দিয়েছিলেন  কংগ্রেসের কর্নাটক জয়ের পর । বুধবার সকালে ভালোবাসার এক চমকপ্রদ উপহার নিয়ে হাজির হলেন রাহুল গান্ধি।  মা সোনিয়া গান্ধিকে চমকে দিলেন এই অপ্রত্যাশিত উপহার দিয়ে।

দিল্লি, ৪ অক্টোবর – ঘৃণার বাজারে মহব্বতের দোকান খুলতে হবে। সহনশীল এবং ভালবাসার সমাজ গড়ে তুলতে হবে।  শুধু মানুষে মানুষে প্রেম নয়, জীবে প্রেমের বার্তাও দিয়েছিলেন রাহুল গান্ধি। সমাজকে দরদী হওয়ার বার্তা দিয়েছিলেন  কংগ্রেসের কর্নাটক জয়ের পর । বুধবার সকালে ভালোবাসার এক চমকপ্রদ উপহার নিয়ে হাজির হলেন রাহুল গান্ধি।  মা সোনিয়া গান্ধিকে চমকে দিলেন এই অপ্রত্যাশিত উপহার দিয়ে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করল কংগ্রেস। 

দশ নম্বর জনপথের মূল দরজার সামনেই একটি বেতের তৈরি বাক্স চাপা দিয়ে রাখা। তার মধ্যে এক ছোট্ট কুকুর ছানা। সোনিয়াকে ডেকে এনে সেই বাক্স খুলতে বলেন রাজীব। সোনিয়া তা খোলার পরই চমকে যান। ফুটফুটে সুন্দর কুকুর ছানাটিকে কোলে তুলে নেন সোনিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুর ছানাটি দশ জনপথের অন্দরে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। কখনও বিছানায় উঠে গড়াগড়ি খাচ্ছে, মোবাইল কভার মুখে দিয়ে চিবোচ্ছে, কখনও বা আরেকটি কুকুর ছানার সঙ্গে খেলা করছে। 
 
রাহুলের একটি পোষ্য রয়েছে ,তার নাম পিডি। বাড়িতে অন্য পোষ্যটি পিডি কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে ছবি দেখলে  বোঝা  যাচ্ছে, নতুন অতিথির সঙ্গে দিব্ব্যি খেলছে বাড়ির পোষ্যটিও।