টুইটারে মাস্কের পরামর্শদাতা এক ভারতীয় বংশোদ্ভূত

Written by SNS November 1, 2022 5:39 pm

অটোয়া, ২ নভেম্বর– একধারে এক ভারতীয়কে ছাঁটাই অন্যদিকে আরেক ভারতীয়কে নিয়োগ টুইটারকর্তা এলন মাস্ক। টুইটারকে নতুন করে সাজিয়ে তোলার জন্য মাস্ক কয়েক জন পরামর্শদাতা নিযুক্ত করেছেন বলে খবর। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণণ।

কৃষ্ণণ অবশ্য টুইটারে নতুন নন। এর আগে তিনি টুইটারের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার তিনি টুইটারের সানফ্রান্সিস্কোর দফতরের ছবি পোস্ট করেন। সেই সঙ্গে জানান, টুইটারের নতুন পর্বে মাস্ককে তিনি সাময়িক ভাবে সাহায্য করছেন। মাস্কের হাত ধরে টুইটার উন্নতির শিখরে পৌঁছবে বলেও মনে করেন তিনি।

কৃষ্ণণ এবং তাঁর স্ত্রী আরতি রামমূর্তির জন্ম চেন্নাইয়ে। সেখানেই বড় হয়েছেন তাঁরা। তাঁদের দু’জনের বয়সই ৩৭ বছর। বর্তমানে তাঁরা সানফ্রান্সিস্কোতে থাকেন।

টুইটারের পাশাপাশি ‘ইয়াহু!’, ‘ফেসবুক’ এবং ‘স্ন্যাপ’-এর মতো সংস্থাগুলির সঙ্গেও যুক্ত কৃষ্ণণ। আমেরিকার প্রথম সারির বিনিয়োগকারীদের মধ্যেও অন্যতম ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি।