• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

মেন্টর জাহির খানকে ছেঁটে ফেলার ভাবনা লখনউ দলের

শুধু তাই নয়, আরও অশান্তি তৈরি হয় ঋষভ পন্থের সঙ্গে জাহির খানের। ঋষভের ব্যাটিং পজিশন নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল মেন্টর জাহিরের সঙ্গে। এখানেই শেষ নয়।

আইপিএল ক্রিকেটে এবারে লখনউ সুপার জায়ান্টস শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত পিছনের সারিতেই চলে যেতে হয়েছে। লিগ টেবলে লখনউর জায়গা হয়েছে সপ্তম স্থানে। লখনউ দারুণ দল করেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে দলের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। এবারে মেগা নিলামে ঋষভ সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কিন্তু তিনিও সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। যার ফলে লখনউ দলের অবস্থান বেশ শোচনীয় হয়ে পড়ে।

তারা জিতেছে মাত্র ছ’টি ম্যাচ। সেই কারণে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মেন্টর জাহির খানকে কোনওভাবেই পছন্দের তালিকায় রাখছেন না। অর্থাৎ এক বছরের মধ্যেই মোহভঙ্গ হয়ে গেছে। সেই কারণে হয়তো জাহির খানকে আর আগামী মরশুমে ওই পদে দেখতে পাওয়া যাবে না। শুধু তাই নয়, লখনউ শিবিরে জাহির খানকে নিয়ে বেশকিছু সমস্যাও তৈরি হয়। এমনকি ড্রেসিংরুমে যে সমস্যা তৈরি হয়েছিল তা প্রকাশ্যে চলে আসাটা ভালো চোখে দেখেননি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

শুধু তাই নয়, আরও অশান্তি তৈরি হয় ঋষভ পন্থের সঙ্গে জাহির খানের। ঋষভের ব্যাটিং পজিশন নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল মেন্টর জাহিরের সঙ্গে। এখানেই শেষ নয়। দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও দূরত্ব বেড়ে গিয়েছিল নানা কারণে। এই পরিস্থিতিতে কোনও দলের পারফরম্যান্স ভালো হতে পারে না। বেশ কিছুদিন ধরেই খেলা চলাকালীন কোচ ল্যাঙ্গার এই পরিবেশকে মেনে নিতে পারছিলেন না। হয়তো তিনিও বাদের তালিকায় চলে যাবেন। শোনা যাচ্ছে, আগেভাগেই তিনি পদত্যাগ করে দেশে ফিরে যাবেন। তাঁকে অবশ্য এক বছরের চুক্তিতে আনা হয়েছিল। যেভাবে এবারে দল গঠন করা হয়, তাতে অনেকেই ভেবেছিলেন লখনউ দল খেতাব জয়ের লক্ষ্যে লড়াই করবে। প্লে-অফ খেলায় সুযোগ তৈরি করতে পারেনি দল। এমনকি সপ্তম স্থানে থাকা লখনউকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রচুর সমালোচনা করেছেন। এই সমালোচনা দলকে আরও পিছিয়ে দিয়েছে। আসলে দুটো মরশুমে লখনউর অবস্থা এরকম জায়গায় পৌঁছবে তা কেউ মেনে নিতে পারেননি। সেই কারণেই হয়তো আগামী বছরে দলের কোচিং প্যানেল বদল হয়ে যেতে পারে।

আবার অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অধিনায়ক ঋষভ পন্থ শতরান করেছিলেন। তিনি ৬১ বলে ১১৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু অন্য ম্যাচগুলিতে তাঁর করুণ অবস্থা দেখতে পাওয়া গিয়েছে। ১৪টি ম্যাচে ঋষভের ব্যাট থেকে এসেছে ২৬৯ রান। এই কারণে হয়তো আগামী মরশুমে বাদের তালিকায় ঋষভ পন্থের নামটাও উঠে আসতে পারে।