সংকটজনক হলেও স্থিতিশীল মুলায়ম, খোঁজ নিলেন মোদি 

Written by SNS October 3, 2022 1:16 pm
বিবার আইসিইউতে দিতে হয়েছে সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে। তাঁর অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে। সোমবার চিকিৎসকরা জানিয়েছেন, মুলায়মের অবস্থা স্থিতিশীল রয়েছে। নতুন করে অবনতি হয়নি।

অসুস্থ মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজবাদী পার্টির বর্তমান সভাপতি তথা মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবকে ফোন করেন মোদী। ফোনে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এইসঙ্গে বর্ষীয়ান রাজনীতিকের চিকিৎসার বিষয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ২২ অগস্ট থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম। ক্যানসার বিশেষজ্ঞ ডা: নীতিন সুদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। কিন্তু রবিবার দুপুর গড়াতেই ৮২ বছর বয়সি এই নেতার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।