মুম্বই, ২৭ সেপ্টেম্বর– তাঁদের পরিচয় শুধু তারা ধনকুবের মুকেশ আম্বানির তিন সন্তান নয়। তাঁরাও রিলায়েন্সের ডিরেক্টর হিসেবে সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু তাঁরা আকাশ, ইশা ও অনন্ত আম্বানি এই কাজের জন্য কোনও বেতন পান না! এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। তবে সরাসরি কোনও বেতন না পেলেও বোর্ড ও কমিটির মিটিংয়ে উপস্থিত থাকলে সেজন্য নির্দিষ্ট ফি তাঁরা পান।
তবে শুধু সন্তানরা নয় ২০২০-২১ অর্থবর্ষ থেকে সংস্থার থেকে কোন বেতন নেননি মুকেশও। যদিও তাঁর তুতো ভাই নিখিল ও হিতাল কিন্তু বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিতেন। এবার জানা গেল মুকেশের যমজ সন্তান আকাশ ও ইশা (দুজনেই ৩১) ও কনিষ্ঠ সন্তান অনন্ত (২৮ বছর) কেবল মিটিং বাবদ ফি পান। তবে সংস্থার লভ্যাংশ থেকে কমিশনও অবশ্য পান তাঁরা। কিন্তু সরাসরি কোনও বেতন তাঁদের জন্য বরাদ্দ নয়। গত মাসেই তাঁরা যোগ দিয়েছেন রিলায়েন্সে।
Advertisement
আসলে ওই তিনজনের নিয়োগ হয়েছে মুকেশ জায়া নীতা আম্বানির নিয়োগের মতোই শর্তে। ২০১৪ সালে সংস্থার বোর্ড সদস্য হিসেবে যোগ দেন নীতা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি কমিশন পেয়েছেন ২ কোটি টাকা। পাশাপাশি মিটিংয়ে উপস্থিত থাকার জন্য পেয়েছেন ৬ লক্ষ টাকা।
Advertisement
Advertisement



