• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে দুই সন্তানকে খুন মায়ের! ঘটনার নৃশংসতায় শিউরে উঠছে দেশ

ভোপাল, ২৫ মার্চ — উত্তরপ্রদেশের মীরাটে যে ঘটনাটি সামনে এসেছে তা জানার পর শিউরে উঠেছে গোটা দেশ । প্রেমিককে সঙ্গী করে নিজেরই দুই সন্তানকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রেমিক ও তাঁর চার সঙ্গীর সঙ্গে হাত মিলিয়ে নিজের ১০ বছর ও ছ’বছরের দুই সন্তানকে খুনের অভিযোগ উঠেছে নিশা নামক ওই

ভোপাল, ২৫ মার্চ — উত্তরপ্রদেশের মীরাটে যে ঘটনাটি সামনে এসেছে তা জানার পর শিউরে উঠেছে গোটা দেশ । প্রেমিককে সঙ্গী করে নিজেরই দুই সন্তানকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রেমিক ও তাঁর চার সঙ্গীর সঙ্গে হাত মিলিয়ে নিজের ১০ বছর ও ছ’বছরের দুই সন্তানকে খুনের অভিযোগ উঠেছে নিশা নামক ওই মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরসভার কাউন্সিলর সৌদ ফইজির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ফইজি ও তাঁর চার সঙ্গীই নিশার দুই সন্তানকে খুন করতে নিশাকে সাহায্য করে বলে অভিযোগ।

সিটি এসপি পীয়ূষ সিং জানান, দু সন্তানকে খুনের পর বাক্সবন্দি করে দেহ জলে ভাসিয়ে দেন অভিযুক্তরা। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, নিজের স্বামীকে ছেড়ে ফইজিকে বিয়ে করতে চেয়েছিলেন নিশা। ফইজি তাতে রাজিও ছিলেন। কিন্তু নিশার দুই সন্তানের দায়িত্ব নিতে চাননি তিনি। আর সেই কারণেই খুনের ছক কষা হয়। 

Advertisement

Advertisement

Advertisement