উত্তর ছেড়ে দক্ষিণ জয়ের পথে মোদি-সোনিয়া  

Written by Sunita Das December 19, 2023 5:39 pm

হায়দরাবাদ, ১৯ ডিসেম্বর–  বিজেপির মুখ নরেন্দ্র মোদি, অন্যদিকে কংগ্রেসের মুখ সোনিয়া গান্ধি৷ দুই দলের দুই বড় নেতাই লোকসভার সদস্য হয়েছেন উত্তর প্রদেশ থেকে৷ ২০০৪ সাল থেকে রায়বেরিলি আসন থেকে জিতে লোকসভার সদস্য হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি৷ আর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে বারাণসীর সাংসদ৷ তবে এবার আসন্ন লোকসভা নির্বাচনে নাকি তাদের দু’জনেরই নাপসন্দ উত্তর৷ তাই তারা দক্ষিণকেই বেছে নিয়েছেন রাজনীতির যুদ্ধের ময়দান হিসেবে৷
জানা গিয়েছে, দুই নেতারই এবার পাখির চোখ তেলঙ্গানা৷ দক্ষিণের এই রাজ্য থেকেই প্রার্থী হবেন সোনিয়া-মোদি? কারণটা অবশ্যই সেখানে বিগত একদশক ধরে চলতে থাকা কেসিআর রাজত্ব৷ তেলঙ্গানায় ফুটতে থাকা কেসিআর-এর গোলাপে বদল ঘটিয়ে পদ্ম ফোটাতে মরিয়া মোদি৷ আবার কংগ্রেস চাইছে সেখানে দেখা যাক হাত৷
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়েছে বিআরএস৷ রাজ্যের ক্ষমতা হারানোর পর, এবার বিআরএস-কে পুরোপুরি রাজ্য রাজনীতির সাইডলাইনে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দুই জাতীয় দল – বিজেপি এবং কংগ্রেস৷ সূত্রের খবর, রাজ্যের কংগ্রেস এবং বিজেপি কর্মীরা চাইছেন, তেলঙ্গানা থেকেই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন মোদি এবং সোনিয়া৷
বিধানসভা নির্বাচনে বিআরএস হেরে যাওয়ায় পর রাজ্যের বিজেপি নেতারা মনে করছেন এবার কেসিআরএ-র দলের শুধুই রক্তক্ষয় হবে৷ আর সেই সুযোগে রাজ্যে বিজেপির শক্তি অনেকটা বাডি়য়ে নেওয়া যেতে পারে৷ তার জন্য দলের ক্যাডারদের উদ্বুদ্ধ করতে হবে৷ আর এই কাজের জন্য গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া আর কে উপযুক্ত হতে পারেন? এই কারণেই, রাজ্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদিকে এই রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানিয়েছে৷ ২০১৯ সালে এই দক্ষিণী রাজ্য থেকে চারটি আসন জিতেছিল বিজেপি৷ প্রধানমন্ত্রী মোদি থাকলে, এই সংখ্যা অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে৷ রাজ্য নেতৃত্বের আলোচনায় রয়েছে, সেকেন্দরাবাদ, মালকাজগিরি এবং মাহবুবনগর৷ তবে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, এই বিষয়ে শেষ কথা বলবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটিই৷
অন্যদিকে, সদ্য বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে কংগ্রেস৷ এই জয়কে লোকসভা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে আগ্রহী কংগ্রেসের রাজ্য নেতৃত্ব৷ তাঁরা মনে করছেন, সোনিয়া গান্ধির মতো বড় নেত্রী রাজ্য থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে, রাজ্যের কংগ্রেস কর্মীরা আরও বেশি উৎসাহের সঙ্গে লোকসভা নির্বাচনে দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়বেন৷ প্রাথমিকভাবে সোনিয়া গান্ধিকে মেদাক আসন থেকে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত মেদাক আসন থেকে ১৯৮০ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি৷ মেদাকে না হলে বিকল্প হিসেবে ভাবা হয়েছে মালকাজগিরি এবং করিমনগর আসনের কথা৷ সূত্রের খবর, প্রথমে ভাবা হয়েছিল তেলঙ্গানা থেকে লড়ার প্রস্তাব দেওয়া হবে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে৷ কিন্ত্ত, পরে সর্বসম্মত ভাবে তলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি সোনিয়া গান্ধির নাম বেছে নেয়৷ তেলঙ্গানায় বিআরএস-এর জায়গা নেবে বিজেপি?