বাহ্যিক চমক নয় অভ্যন্তরীণ গুনই যে সুন্দরতার মাপকাঠি তাই প্রমান করল ‘মিস বনিতা’ ২০২৩ এর সিলেকশন রাউন্ড । কলকাতার পার্ক প্রাইমে বুধবার ১৯ এপ্রিল অনুষ্ঠিত হল ‘মিস বনিতা’ ২০২৩ এর সিলেকশন রাউন্ড। আয়োজনের এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার স্টেটসম্যান। এদিন এই প্রতিযোগিতায় গোটা রাজ্য থেকে মোট ৬৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন তাদের মধ্যে থেকে ২০ জনকে বেছে নেওয়া হয় গ্রান্ড ফিনালের জন্য। এই ২০ সুন্দরীকে ঘষে মেজে তৈরী করে নিয়ে যাওয়া হবে আগামী রবিবার ২৩ এপ্রিল মঞ্চের জন্য। সেখানে মোট তিন সুন্দরীর মাথায় উঠবে ‘মিস বনিতা’-র মুকুট। তার আগে এই ২০ ফাইনালিস্টরাই স্পেশাল মেকওভার ও এক্সক্লুসিভ ফটোশুট অংশ নেওয়ার সুযোগ পাবেন । এদিনের সিলেকশন রাউন্ডে এই ২০ প্রতিযোগীকে বেছে নিতে মঞ্চে জুড়ি হিসেবে উপস্থিত ছিলেন কুন্তনীল দাস, শ্রেয়শী ভৌমিক, প্রবীর গুপ্তা, ও জয় ব্যানার্জী ।
Advertisement
Advertisement



