• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অবশেষে ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তীকে!

কলকাতা:- বর্তমানে ওয়েব সিরিজের দারুণ চাহিদা। আর টলিউড মোটেই এর বাইরে নয়। একে একে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় সহ বাংলার একাধিক প্রথম সারির অভিনেতারা ওয়েব মাধ্যমে ডেবিউ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সোজা বোম্বেতে গিয়ে সেখানে সিরিজে কাজ করে চলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়,

কলকাতা:- বর্তমানে ওয়েব সিরিজের দারুণ চাহিদা। আর টলিউড মোটেই এর বাইরে নয়। একে একে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় সহ বাংলার একাধিক প্রথম সারির অভিনেতারা ওয়েব মাধ্যমে ডেবিউ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সোজা বোম্বেতে গিয়ে সেখানে সিরিজে কাজ করে চলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায় আবার টলি, বলি দুই জায়গার ওয়েব মাধ্যমেই কাজ করছেন। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন মিমি চক্রবর্তী। অবশেষে তাঁকে একটি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। সূত্রের খবর, মিমি চক্রবর্তী এবার ওয়েব মাধ্যমে ডেবিউ করতে চলেছেন। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে। এই সিরিজটির পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। সূত্রের খবর জানা গিয়েছে তাঁদের অভিনীত সিরিজের নাম যাহা বলিব সত্য বলিব। নাম থেকেই বুঝতে পারছেন এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। আর এখানেই আবারও উকিলের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।এর আগেও ধনঞ্জয় ছবিতে মিমি চক্রবর্তীকে উকিলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর বহু সময় কেটে গিয়েছে, তাঁর অভিনয় শৈলী। এখন দেখার তিনি এই সিরিজে এই চরিত্র কতটা আর কীভাবে ফুটিয়ে তুলতে পারেন। জানা গিয়েছে প্রসিকিউটরের চরিত্রে থাকবেন মিমি আর ডিফেন্স লইয়ারের ভূমিকা পালন করবেন টোটা। হইচই প্ল্যাটফর্মে আসতে পারে এই সিরিজটি।উল্লেখ্য, মিমি চক্রবর্তীকে আগামীতে বাংলার দর্শক পুলিশের চরিত্রে দেখতে চলেছেন। তাঁকে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে রক্তবীজ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। পুজোর আগে ১৯শে অক্টোবর মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি।

Advertisement

Advertisement