কাশ্মীরে বাডি়তে ঢুকে পুলিশকর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

Written by SNS November 1, 2023 3:57 pm

শ্রীনগর, ১ নভেম্বর – কাশ্মীরের বারামুলায় বাডি়তে ঢুকে এক কনস্টেবলকে গুলি করে হত্যা করল জঙ্গিরা৷ পুলিশ সূত্রে খবর, বুধবার নিজের বাডি়তেই ছিলেন কনস্টেবল গুলাম মহম্মদ দার৷ আচমকাই বেশ কয়েক জন জঙ্গি ওই পুলিশকর্মীর বাডি়তে ঢুকে এলোপাথাডি় গুলি চালাতে শুরু করে৷ গুলি আওয়াজে কনস্টবেল গুলাম মহম্মদ দার বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ তারপরই পুলিশকর্মীর বাডি় ছেডে় পালিয়ে যায় তারা৷ গুলির আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকেরা৷ ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ গুরুতর জখম অবস্থায় কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
নিহত এই কনস্টেবলের বাড়ি বারামুলার কারালপোরা গ্রামে৷ এই ঘটনার পরই জঙ্গিদের খোঁজে কারালপোরা গ্রামটিকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে৷ জম্মু-কাশ্মীর পুলিশের তরফে এই ঘটনার জন্য শোক প্রকাশ করে বলা হয়েছে, “ নিহত পুলিশকর্মীর পরিবারের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করা হবে৷ কনস্টেবল গুলাম মহম্মদ দারের পরিবারের পাশে থাকবে জম্মু-কাশ্মীর পুলিশ৷”

২৯ অক্টোবর, রবিবারে শ্রীনগরে এক পুলিশ ইনস্পেক্টরকে গুলি করে হত্যা করে জঙ্গিরা৷ নিহত ইনস্পেক্টরের নাম মসরুর আহমদ ওয়ানি৷  ওইদিন তিনি ইদগা এলাকার একটি মাঠে ক্রিকেট খেলছিলেন৷ সেই সময় জঙ্গিরা এসে তাঁর উপর হামলা চালায়৷ তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি করা হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃতু্য হয় তাঁর৷ পুলিশ সূত্রে খবর, এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার মদতপুষ্ট দ্য রেজিসট্যান্স ফ্রন্ট বা টিআরএফ৷ সেই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই আবার এক পুলিশকর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়৷ শুধু পুলিশকর্মীই নয়, মঙ্গলবার জঙ্গি আক্রমণে খুন হন এক পরিযায়ী শ্রমিকও৷